কোভিড-১৯ বিষয়ক সচেতনতা

প্রতিদিন নিয়ম মেনে পুষ্টিকর খাবারদাবার খেলে এই ভয়ঙ্কর রোগকে দূরে রাখা অনেকটাই সহজ। যারা স্বাদ নিয়ে ভাবছো, তাদের জানিয়ে রাখি - পুষ্টিকর খাবারকে সুস্বাদু বানানোর মজাদার সব রেসিপি আছে আমাদের পেইজে!

আমরা কি চাই

আমরা, অর্থাৎ বাংলাদেশের কিশোর-কিশোরীরা, দিনের পর দিন নিম্নমানের খাবার কিনে খেয়েছি। এসব খাবার আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি না যোগালে আমরা জীবনের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবো কিভাবে? দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে এই পরিস্থিতি পরিবর্তনের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদেরকে নিজের খাদ্যাভ্যাস বদলাতে হবে। সেজন্য আজ আমরা শপথ নিচ্ছি প্রতিদিন কেবল পুষ্টিকর খাবারই খাবো। আমাদের হাতের নাগালে যেন সবসময় পুষ্টিকর খাবার পাওয়া যায়, সে উদ্দেশ্যে আমরা খাদ্য উৎপাদক ও বিপণনকারীদের সাথে কাজ করবো। ফলে, পুষ্টিকর এবং সুস্বাদু খাবার বেছে নেয়ার সুযোগও বেড়ে যাবে। এটিই আমাদের শপথ নেবার কারণ, আমরা ভালো খেতে চাই, ভালো থাকতে চাই।

#BhaloKhaboBhaloThakbo

we want bg

যোগ দাও আমাদের ফুড স্কোয়াডে!

হাতের নাগালে সবসময় পুষ্টিকর খাবার পেতে হলে আমাদেরকে অভিভাবক, শিক্ষকবৃন্দ, খাদ্য উৎপাদক, খুচরা বিক্রেতা এবং আইন প্রণয়নকারীদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। একা একা আমরা নিজেকে বদলাতে পারবো, আর সবাই ঐক্যবদ্ধ হলে পুরো বাংলাদেশকে বদলাতে পারবো!

এখন আমরা যা যা করতে পারি

শপথ নেয়ার জন্য অভিনন্দন! নিজেকে বদলানোর এই যাত্রায় নিজের শপথকে তোমার নিজস্ব গণ্ডির বাইরে অন্যান্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।

১। তোমার শপথের খবর সবার মাঝে ছড়িয়ে দাও

সবচেয়ে সহজ উপায় হলো #BhaloKhaboBhaloThakbo দিয়ে তোমার শপথ ছড়িয়ে দাও এবং পাবলিক করে রাখো যাতে আমরাও তোমার শপথের কথা নিজেদের প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি।

toolkit

২। ফেসবুকে ভালো খাবো ভালো থাকবো ফ্রেম ব্যবহার

তোমার প্রোফাইল পিকচারটি ভালো খাবো ভালো থাকবো ফ্রেম ব্যবহার করে সবাইকে জানিয়ে দাও তুমি এই অভিযানের সাথে আছো।

toolkit

৩। বন্ধুদেরকেও অংশগ্রহণ করতে বলো

তোমার স্কুল এবং এলাকার বন্ধুবান্ধবকে www.bhalokhabobhalothakbo.com-এ গিয়ে শপথ নিতে উৎসাহ দাও।

toolkit

৪। পোস্টার বানাও

এই অভিযান নিয়ে পোস্টার বানিয়ে তোমার ক্রিয়েটিভিটি দেখাও! বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করে তাদেরকেও উৎসাহ দাও নিজের ক্রিয়েটিভিটি দেখাতে!

toolkit

৫। অভিভাবক এবং শিক্ষকদের সাথে আলাপ করো

বন্ধুবান্ধবের পাশাপাশি তোমার অভিভাবক এবং শিক্ষকবৃন্দের সাথেও এই অভিযানটি নিয়ে আলাপ করো। এমন দারুণ একটি কাজে তোমাদের অংশগ্রহণ দেখলে তাঁরা খুশি হবেন এবং নিজেদের পরামর্শও জানাতে পারবেন।

toolkit

৬। তোমার বাসার রাঁধুনী, এলাকার খাদ্য বিক্রেতা এবং সরবরাহকারীদেরকে জানাও

তোমার বাসার রাঁধুনী, এলাকার খাদ্য বিক্রেতা এবং সরবরাহকারীদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাও এবং তাদেরকে তাজা ফলমূল ও শাকসবজির ব্যবস্থা করতে উৎসাহ দাও।

ভালো খাবার কোনগুলো?

মানসম্মত খাবার চেনা কিন্তু কঠিন! এই কাজটা তোমার জন্য সহজ করে দিতেই আমরা একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করেছি।

image

বাদাম

image

ফল

image

শরবৎ

ক্যাম্পেইনটি অনুসরণ করো

ক্যাম্পেইনের সাথে সম্পর্কিত ছবি#bhalokhabobhalothakboব্যবহার করো

পুষ্টি নিয়ে নয় বিভ্রান্তি

নিকার্বোহাইড্রেটকে য়ে অনেকের মধ্যে রয়েছে ভ্রান্ত ধারণা। আমরা মনে করি কার্বোহাইড্রেট খেলে ওজন বেড়ে যায়। কিন্তু সত্য কথাটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন বাদাম বা পূর্ণ গমের মত কমপ্লেক্স কার্বোহাইড্রেট ক্ষতিকর নয়, ক্ষতিকর হলো কোল্ড ডিংক্স বা চিনির মত সিম্পল কার্বোহাইড্রেট।

এ সপ্তাহের
রেসিপি

find out more

Case Videos

এই ক্যাম্পেইনের সেরা ১০ স্কুল

  • 1
    GANGANAGAR ADARSHA SCHOOL AND COLLEGE
  • 1
    PACHDONA SIR KG GUPTA HIGH SCHOOL
  • 1
    JAHIRIAM.U. HIGH SCHOOL
  • 1
    SRISTY CENTRAL SCHOOL AND COLLEGE
  • 1
    BADDAALATUNNESHA HIGH SCHOOL
  • 1
    NARAYAN PUR HIGH SCHOOL
  • 1
    MONOHARDI PILOT MODEL HIGH SCHOOL
  • 1
    FENI MODEL HIGH SCHOOL
  • 1
    MOHISALBARI SECONDARY GIRLS SCHOOL
  • 1
    BAHADURPUR SECONDARY SCHOOL

আমাদের সম্পর্কে জানো

“ভালো খাবো ভালো থাকবো” ম‚লত স্বপ্ন পূরণের লক্ষ্যে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব অনুধাবন করার জন্য বাংলাদেশের কিশোর-কিশোরীদের দ্বারা পরিচালিত এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন (এসকেএনএফ) সমর্থিত একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম। সারাদেশের কিশোর-কিশোরীরা যে তাদের স্বপ্নপ‚রণের জন্য জেনে বুঝে স্বাস্থ্যকর খাবার বেছে নেয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, এ বিষয়টি তুলে ধরাই এই সামাজিক কার্যক্রমের উদ্দেশ্য।

শপথ গ্রহণ করো শপথ ফর্মটি
ডাউনলোড করো

Campaign Partners

partner
partner
partner
partner
partner

Media Partners

partner
partner

Research Partners

partner

যোগাযোগ করো